পটুয়াখালীর কলাপাড়ায় মো. লাকী বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের প্রবাসী মো. সোহাগ খানের স্ত্রী।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম খান জানান, স্বামী প্রবাসী থাকা সত্বেও তাকে ভরণ-পোষণের খরচ ঠিকমত দেয়নি। যে কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এতে হতাশ হয়ে লাকী নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।’
এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।’’
Other