পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসা মানেজিং কমিটির সদস্য মো. নূর সাঈদ মৃধাকে (৪০) কুপিয়ে জখম করেছে একই মাদ্রাসার সভাপতির ক্যাডাররা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নূর সাঈদ মৃধাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নূরিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে সরকারি পরিপত্র অনুযায়ী ক্লাশ না হওয়ায় সদস্য নূর সাঈদ মৃধা ম্যানেজিং কমিটির এক সভায় সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকদের ক্লাশ করার কথা বলেন। অপরদিকে, ওই মাদ্রাসার সভাপতি মো. রুহুল আমিন হাওলাদার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্লাশ করার কথা বলেন। এ নিয়ে সভাপতি রুহুল আমিন হাওলাদারের সাথে সদস্য নূর সাঈদ মৃধার অর্ন্তদ্বন্দ্ব চলে আসছে। সোমবার নূর সাঈদ মৃধা সরকারি পরিপত্র অনুযায়ী ক্লাশ করার জন্য এলাকায় লিফলেট বিতরণ করলে সভাপতির ছেলেসহ তার ক্যাডাররা নূর সাইদকে ধারালো অস্ত্র দিয়ে তার দু’হাত এবং দু’পায় এলোপাতারি কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে আহত নূর সাঈদের ভাই মো. কবির হোসেন জানান, নূর সাঈদ সরকরি পরিপত্র অনুযায়ী মাদ্রাসা পরিচালনার পক্ষে কথা বলায় সভাপতির ছেলে সোহাগসহ কেনান, মিরাজ এমনকি সভাপতি রুহুল আমিন নিজে উপস্থিত থেকে তাকে কুপিয়ে আহত করে।
মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নান জানান, নূর সাইদ সবসময় ম্যানেজিং কমিটির সভায় উচিত কথা বলতেন। সভাপতি সরকারি পরিপত্রের বিরুদ্ধে কথা বলায় তিনিও প্রতিবাদ করেছেন। এমনকি সকল শিক্ষক এক জোট হয়ে ক্লাশে শিক্ষার্থী থাকলেও তারা দুপুর ২টার সময় চলে যান।
এ ঘটনা তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তবে অভিযুক্ত সভাপতি মো. রুহুল আমিন হাওলাদার জানান, তিনি ঘটনা শুনেছেন, তবে তিনি এ ঘটনার সাথে জড়িত নয়। তার ছেলে ঘটনায় জড়িত ছিলেন তা তিনিও শুনেছেন বলে উল্লেখ করেন।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদ হোসেন জানান, বিষয়টি সুপার তাকে অবহিত করেছেন। তবে সরকারি পরিপত্র অনুযায়ী তাদের ক্লাশ নেয়ার জন্য বলা হয়েছে। যেসকল শিক্ষকরা এ নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
শিরোনামOther