বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামে স্কুলছাত্রী (১৪) অপহরণের ২২ দিনপর বৃহস্পতিবার সকালে মডেল থানার পুলিশ অপহৃতাকে উদ্ধার করেছে। অপহৃতাকে ওই দিন দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করেছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, কান্ডপাশা গ্রামের শহীদুল ইসলামের কন্যা ও কান্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী গত ৭ ফ্রেরুয়ারি সকালে বাড়ির পাশ থেকে প্রতিবেশী শাহজাহান হাজীর পুত্র শামীম হাজী ও তার ৩ থেকে ৪ জন সহযোগী অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃতার পিতা শহীদুল ইসলাম বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি গৌরনদী মডেল থানায় ৫ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ ফেব্রুয়ারি এজাহারভুক্ত আসামি অপহরণকারী চাচা আলী আকবর হাজীকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার হোসনাবাদ এলাকা থেকে এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করেন।”
Other