বরিশালের গৌরনদী উপজেলায় ভাবির আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলায় দেবরসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- দেবর উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা সুজন বেপারী (২৫) এবং তার বন্ধু রিপন সরদার (৩০)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।
গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বরিশালটাইমসকে জানান, সুজন বেপারীর বড় ভাই দুবাই চলে গেলে তার স্ত্রী স্বামীর বাড়িতেই বসবাস করতেন।
বাদী মামলায় উল্লেখ করেন, সুজন আপত্তিকর ছবি তুলে তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তার বন্ধু একই গ্রামের রিপন সরদারের সহায়তায় ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় শনিবার (০৩ ফেব্রুয়ারি) ভিকটিম বাদী হয়ে সুজন ও তার বন্ধু রিপন সরদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন বরিশালটাইমসকে জানান, শনিবার মামলার পর লক্ষণকাঠী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সুজন ও রিপনকে গ্রেফতার করেছে।’
শিরোনামOther