বরিশালের গৌরনদীতে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় পৌর সভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. খায়রুল খান ও তার সহযোগীদের হামলায় দুই ব্যবসায়ী জখম হওয়ার মামলায় মো. রনি খান(২৪)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ওই আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানা পুলিশ টরকী বন্দর এলাকা থেকে এজাহারনামীয় আসামি পৌর কাউন্সিলরের ছোট ভাই রনিকে গ্রেপ্তার করে।
জানা গেছে- উপজেলার টরকী ট্রলার ঘাটের মওকুফ করার পরে জেরপূর্বক টোল আদায় করেন ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. খায়রুল খানের নিযুক্ত সাহানাজ সরদার (৪৫) ও তার পুত্র ইউসুব সরদার (২০)। এতে টরকী বন্দরের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বাধা দেওয়ায় তাকে ও তার ফুফাতো ভাইকে পিটিয়ে জখম করেছে খায়রুল খান ও তার সহযোগীরা। এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী আলাউদ্দিন বাদী হয়ে কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল খানকে প্রধান আসামিসহ ১১ জনের নামউল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলরের ছোট ভাই মো. রনি খানকে গ্রেপ্তার করেছে।
শনিবার আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বরিশালটাইমসকে বলেন, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
Other