১০ ঘণ্টা আগের আপডেট সকাল ১১:২৭ ; রবিবার ; এপ্রিল ২, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

চিরনিদ্রায় শায়িত বরিশাল ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল আলম

বরিশালটাইমস রিপোর্ট
৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮

সাউথ অ্যাপোলো ডায়াগনষ্টিক কমপ্লেক্সে (প্রাইভেট) লিমিটেড’র সাবেক চেয়ারম্যান ও বরিশাল ক্লাব লিমিটেড’র সাবেক সভাপতি সমাজ সেবক মুক্তিযোদ্ধা প্রকৌশলী শহীদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (০৮ মার্চ) রাত ২টা ৩০মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬৫বছর। শহীদুল আলম দীর্ঘদিন পর্যন্ত কিডনী ও হার্ট সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়েসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার দুপুর পৌনে ১টায় সড়ক পথে ঢাকা থেকে তার মরদেহ বরিশাল নগরীর কালুশাহ সড়কস্থ নিজ বাস ভবনের সামনে নিয়ে আসা হয়। পরে জুমা বাদ বরিশাল জিলা স্কুল মাঠে তার প্রথম জানাজা এবং নিজ এলাকায় ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

প্রকৌশলী শহীদুল আলমের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাসভবনে শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে ছুটে যান বরিশাল সদর ৫-আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, শিক্ষাবোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলসহ রাজনৈতিক, প্রশাসন, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জিলা স্কুল মাঠে জানাজা শেষে বিভিন্ন সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

শহীদুল আলম মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দনপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বরিমাল নগরীর আলেকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, আঞ্জুমান হেমায়েত উদ্দিন এর আজীবন সদস্য, বরিশাল রোগী কল্যাণ সমিতি রেড ক্রিসন্ট, বরিশাল ডায়াবেটিকস সমিতি সদস্যসহ বিভিন্ন সংগঠন ও সমাজসেবামূলক কাজ করেছেন তিনি।

তার মৃত্যুর খবর পেয়ে বরিশাল সাউথ অ্যাপোলো ডায়াগনষ্টিক কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড সদর রোড ও শেবাচিম হাসপাতাল সংলগ্ন শাখায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত করা হয়।

তার মৃত্যুতে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া শোক ঘোষণার পাশাপাশি কালোব্যাচ ধারন করেন কর্মকর্তা কর্মচারীরা।”

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পিরোজপুরের কচা নদীতে নৌ শোভাযাত্রা  উজিরপুরে পুলিশকে কামড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারি মৃদুলের  বাকেরগঞ্জে সরকারি রাস্তা মেরামত কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম  দেশ উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু  বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন: দিশেহারা ১০ হাজার মানুষ  আগৈলঝাড়ায় ১০০০ পরিবারের মাঝে আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ  স্বর্ণের দাম ভরিতে লাখ টাকা ছুঁই ছুঁই  বরিশালে ডাকাতি করে ঢাকায় আত্মগোপন: অবশেষে র‌্যাবের হাতে ধরা  গোয়েন্দা পুলিশের ওপর হামলাকারী মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করল র‌্যাব