জেলে বহরে হানা দিয়ে ট্রলারে থাকা ৫ জেলেকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ট্রলার ছিনতাই করে পালিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে সুন্দরবনের নিকট দরজার খালের কাছে।
ট্রলারের মালিক বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের মো. জাকির হোসেন এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন- থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
ট্রলার মালিক মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বরিশালটাইমসকে জানান, তার নামবিহীন ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়ে গতকাল বুধবার জাল পাতার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় অতর্কিতে একদল ডাকাত তাদের ট্রলারের ওপর চড়াও হয়। প্রথমে ডাকাতদল সব জেলেকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে নদীতে ফেলে দেয়।
পরে ট্রলারটি নিয়ে সুন্দরবনের মধ্যে চলে যায়। ট্রলারে থাকা মাছ, জাল,মোবাইল ফোনসহ সমস্ত মালামাল নিয়ে যায় তারা।
ট্রলার মালিক আরো জানান, ট্রলারসহ মালামালের মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। এ ব্যাপারে পাথরঘাটা থানায় গিয়ে আজই একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানান তিনি।’
শিরোনামOther