ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশি অভিযানে উপজেলা বিএনপির দুইসহ সভাপতিনসহ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
এদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের প্রভাষক মাহফুজুর রহমানকে নাশকতার আশঙ্কায় এবং ১০ পিস ইয়াবাসহ উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মৃত মোকলেছ উদ্দিন হাওলাদারের ছেলে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হাওলাদর (৪৫), মঠবাড়ি গ্রামের মৃত আতিকুর রহমান তালুকদারের ছেলে মো. মোস্তাক তালুকদার (৩৫), পশ্চিম বাদুরতলা গ্রামের মো. সিদ্দিক হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদারকে (২০) এবং গরু চুরির মামলায় নারিকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. রাজিব হোসেন (১৯) আটক করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বরিশালটাইমসকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে এবং অন্য গ্রেপ্তারকৃতদেরসহ সবাইকে আদালতে প্রেরণ করেছে।’
Other