ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ১৯৯ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে আটক করা হয়।
আটকরা হচ্ছেন- বরগুনার বেতাগী উপজেলার মো. আতব আলীর মো. নাছির হাওলাদার (২৫), মৃত শাজাহান মৃধার ছেলে মো. মনির হোসেন (২৯) ও মো. সোহরাব মৃধার ছেলে মো. শফিকুল ইসলাম (১৯)।
এক ইমেল বার্তা বরিশাল র্যাব সদর দপ্তর মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জানিয়েছে- সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আওরাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে র্যাবের টহল গাড়ি দেখে ৩ ব্যক্তিকে পালানোর চেষ্টা করেন। ওই সময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয় মো. নাছির হাওলাদারের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মো. মনির হোসেনের কাছ থেকে আরও ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া আটক শফিকুল ইসলাম তাদের সহযোগী।
র্যাব জানিয়েছে- তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা চালান সংগ্রহ করে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানাসহ অন্যান্য থানার আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।
এই ঘটনায় র্যাবের ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
শিরোনামOther