১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:২৫ অপরাহ্ণ, ০৪ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুস। শনিবার (০৪ মে) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুর চালায়। এতে নির্বাচনের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। তাই সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন তিনি।

এদিকে সহিংসতার ঘটনায় মামলা দায়েরের পর ভোলা পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে ইউনুস গ্রুপ।

উল্লেখ্য, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও মো. ইউনুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিনে ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এতে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

62 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন