ঝালকাঠির আল সেফা ক্লিনিক থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের চাঁদকাঠি এলাকায় ক্লিনিকে অভিযান চালিয়ে ম্যানেজারের ডেস্ক থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানায়, ক্লিনিকের অভ্যর্থনা কক্ষে ইয়াবা রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। ক্লিনিকে ঢুকে ডিবি পুলিশ ম্যানেজার সুজনের বসার স্থানে একটি কলমদানির ভেতর থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ওই কক্ষে কেউ ছিলেন না বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বরিশালটাইমসকে বলেন, গোপন সংবাদ পেয়ে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়েছে। তবে ইয়াবা উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
Other