পটুয়াখালী লাউকাঠী নদীর তীর দখল করে অবৈধভাবে জেটি নির্মিত কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার অভিযান চালিয়ে জেটির নির্মাণ কাজ বন্ধ করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশালটাইমসকে জানান, কোন ধরনের অনুমতি না নিয়ে নদীর তীর দখল করে একটি ব্যবসায়ী গ্রুপ জেটি নির্মাণ করছিলো। অবৈধভাবে তীর দখল করা ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান বরিশালটাইমসকে বলেন, নদীর তীর দখল কিংবা নদীর গতিপথ নষ্ট হয় এমন কোন কাজ করতে দেয়া হবে না।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’’
Other