পটুয়াখালীতে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় আসামীদের অনুপস্থিতিতে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মো. শাওন মৃধা (২২) ও মো. এমদাদ হাওলাদার (৪৭)।
রাষ্ট্র পক্ষের আইনজীবী কেবিএম আরিফুল হক টিটো জানান, ২০১৬ সালের ৩০ মার্চ রাতে পটুয়াখালী র্যাব ৮‘র সদস্যরা টহলরত অবস্থায় টাউনকালিকাপুর এলাকার বাসিন্দা মোস্তফা মৃধার ছেলে শাওন মৃধা এবং জৈনকাঠি বাসিন্দা রহমানের ছেলে মোস্তফা আটক করে। এসময় শাওনের দেহ তল্লাশি করে ১১০ পিস এবং মোস্তফার কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা উদ্ধার করে।
এই মামলায় সদর থানা পুলিশের এসআই হাফিজ দুই জনকে অভিযুক্ত করে ওই বছরের ১৪ মার্চ আদালতে চার্জশীট দাখিল করে। ওই আদালত ওই মামলার ১০ জনের সাক্ষ্যগ্রহণ এবং দোষি সাব্যস্ত করে শাওনকে ৫ বছর এবং মোস্তফাকে সাত বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন।”
Other