পটুয়াখালীর পায়রা নদীর ওপর পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণে ৩০ মিলিয়ন ডলারের ঋণ দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)।
সংস্থাটি দক্ষিণ এশীয় উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) সড়ক সংযোগ প্রকল্পেও একই পরিমাণ অর্থ দিচ্ছে।
বুধবার (১৭ জানুয়ারি) উন্নয়ন প্রকল্প দুটি বাস্তবায়নে বাংলাদেশকে এই অর্থ দেয়ার ব্যাপারে চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সরকার ও ওএফআইডি চুক্তিতে সই করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম এবং ওএফআইডি’র মহাপরিচালক সুলাইমান জে আল হারবিশ স্ব স্ব পক্ষে চুক্তিতে সই করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক অধিদপ্তর (আরএইচডি) পায়রা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে।
ঢাকা ও দক্ষিণাঞ্চলের মধ্যে সড়ক পথে সরাসরি নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীতে পায়রা সেতু নির্মাণের মাধ্যমে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের স্বাচ্ছন্দ চলাচল নিশ্চিত করতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
চার লেনের এ সেতুটির দৈর্ঘ্য হবে মোট ১৪৭০ মিটার। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় এক হাজার ২৭৯ কোটি টাকা (১৯৫.৮৫ মিলিয়ন ডলার)। এর মধ্যে বৈদেশিক সাহায্য পাওয়া যাবে ১২৮ মিলিয়ন ডলার। বাকি অর্থ পাওয়া যাবে সরকারি কোষাগার থেকে।
এদিকে, সরকার এসএএসইসি সড়ক সংযোগ প্রকল্পের অধীন জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-হাটিকুমরুল-এলেঙ্গা চার লেন সড়কের সাথে ৭০ কিলোমিটার দীর্ঘ দুই লেনের সংযোগ সড়ক সম্প্রসারণ করছে।’
শিরোনামOther