পাকিস্তানে এক ভয়াবহ আত্মঘাতী হামলায় এক ক্যাপ্টেনসহ অন্তত ১১ জন সেনা সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশটির খাইবার পাখতুনখোওয়ার সোয়াত উপত্যকার শরিফাবাদের একটি সেনা ইউনিটে এ হামলার ঘটনা ঘটে।
পাক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, স্থানীয় একটি সেনাক্যাম্পের স্পোটর্স ইউনিটে ভলিবল খেলা চলছিল। এ সময় এক ব্যক্তি ওই আত্মঘাতী হামলা চালায়।
এক নিরাপত্তা কর্মী ট্রিবিউনকে বলেছেন, সেনা সদস্যরা সন্ধ্যায় ভলিবল খেলছিল। এ সময় এক আত্মঘাতী হামলাকারী তার কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি আর্মি ক্যাম্পে ব্যাপক বিস্ফোরণ শুনতে পেয়েছেন। পরে নিরাপত্তাবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে এবং সীমিত পরিসরে কারফিউ জারি করে।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা প্রাথমিকভাবে জানায়, তিন সেনা সদস্য নিহত এবং সাতজন আহত হয়েছে। পরে হাসপাতালে আরো সাতজন নিহত হয়। এদের মধ্যে একজন ক্যাপ্টেন রয়েছেন। এ ছাড়া আরো ১৩ জন আহত হয়েছে বলে আইএসপিআরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, খেলা দেখতে বেসামরিক লোকজন ক্যাম্পে প্রবেশ করেছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও উল্লেখ করেছে বিট্রিশ এ গণমাধ্যমটি।