পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া এলাকায় ছুরিকাঘাতে সৌমিত্র সাধক (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (১০ ফেব্র“য়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না বরিশালটাইমসকে জানান, রাতে বাড়ি ফেরার পথে একটি বাগানের কাছে সন্ত্রাসীরা সৌমিত্র সাধকের বুকে ছুরিকাঘাত করে।
এ সময় সে জীবন বাঁচাতে দৌড়ে রিকশাচালক সজল বেপারীর ঘরে গিয়ে ওঠে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহাবুদ্দিন বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
শিরোনামOther