পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বেহেস্তি আক্তার নামে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রী গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ঐ স্কুল ছাত্রী উপজেলার কালাইয়া গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে এবং কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বেহেস্তি আক্তার মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যায়। দুপুরে স্কুল ছুটির পর সে বাড়িতে ফিরে না আসায় তাকে খুঁজতে বের হয় স্বজনরা।
আত্মীয়-স্বজন এবং পরিচিত জনদের কাছে অনেক খোঁজাখুঁজি করেও বেহেস্তির কোনো সন্ধান পায়নি তারা। দুই দিন পার হয়ে গেলেও মেয়েটির কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকন্ঠায় ভুগছে স্বজনরা।
এ ঘটনায় নিখোঁজের বিষয়ে মেয়েটির মা রানী বেগম বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ স্কুলছাত্রীর মা রানী বেগম সাংবাদিকদের বলেন, আমার মেয়ে ছোট। ওর সাথে তো কারো শত্রুতা থাকতে পারে না। আমার মেয়ের কি হল। তাছাড়া ওতো কখনও বাড়ির বাইরে থাকেনি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বরিশালটাইমসকে জানান, থানায় মেয়েটি নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। আমরা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছি।
Other