৩৭ seconds আগের আপডেট সকাল ১১:১৯ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পুলিশ কর্মকর্তাদের ইঙ্গিতে সাংবাদিকের ওপর হামলা হয়েছে : মঞ্জুরুল আহসান বুলবুল

বরিশাল টাইমস রিপোর্ট
১:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, বরিশাল পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ইঙ্গিত ছাড়া ডিবিসি’র ক্যামেরাপারসন সুমন হাসানের ওপর হামলা হয়নি । তিনি বলেন- পুলিশ হেফাজতে যে হামলা হয়েছে তার জন্য অবশ্যই উর্ধ্বতন কর্মকর্তাদের ইঙ্গিত রয়েছে। না হলে এমনভাবে হাতকড়া পড়িয়ে কেন নির্যাতন করা হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন- ইউনিফর্ম কি তাদের খারাপ ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ অপরাধ করলে তদন্ত কমিটিতে শুধু পুলিশ রাখলে হবে না। অবশ্যই সাংবাদিক সমাজের প্রতিনিধি রাখতে হবে।

গতকাল শনিবার (১৭ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজিত বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামেরাপারসন সুমন হাসানের ওপর পুলিশের অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, পুলিশ যে শাস্তির পদক্ষেপ নিয়েছে তা হাস্যকর। এর মাধ্যমে আমাদের অপমান করা হয়েছে। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান বলেন- সংবাদপত্রের স্বাধীনতার ওপর পুলিশ বাহিনী সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি বলেন, পুলিশের দ্বারা সাংবাদিক নির্যাতন ক্রমেই বাড়ছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই সংস্কৃতি চালু হয়েছে। এই শাস্তি যেন আই ওয়াস না হয় সে দিকে নজর রাখতে হবে। একই সঙ্গে পুলিশ এমন কোন অন্যায় নেই করছে না। এ জন্য তারা প্রধান প্রতিপক্ষ সাংবাদিকদের বানিয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, পুলিশের বর্বর হামলার জন্য যে তদন্ত করা হয়েছে তা লোক দেখানো। ঢাকা সাংবাদিক ইউনিয়িনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন- পুলিশ বিভাগের সেই সকল সদস্যদের প্রতি নিন্দা জানাচ্ছি যারা সাংবাদিকদের সংকটে ফেলছে। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আস্তার সংকট তৈরি হচ্ছে। এর সমাধান পুলিশকেই করতে হবে।

বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জার পরিচালনায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাসান আরেফিন, সমিতির সহ-সভাপতি মাহমুদ আল ফয়সাল, আলিমুজ্জামান হারুন, সাবেক সাধারণ সম্পাদক আজমল হক হেলাল, যুগ্ম সম্পাদক খোন্দকার কাওছার হোসেন, সাংগঠনিক সম্পাদক আ স ম জাকির হোসেন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সুশান্ত সাহা প্রমুখ।”

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরগুনায় রমজান মাসজুড়ে ২ টাকায় ইফতার!  বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা  চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল  ঝালকাঠিতে ডিসির গাড়িতে ধাক্কা: ট্রাকচালক কারাগারে  মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম  কলাপাড়ায় ১ টাকায় ইফতার  বাকেরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ: ১২ দিনেও হয়নি তদন্ত  রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ  পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা  সংবাদ প্রকাশের পর জীবিত হলেন সেই শিউলী!