বরগুনায় ছাত্রদল কর্মী সন্দেহে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা। তারা হলেন, ফাহিম, মারুফ ও আবুবকর।
বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ উজ্জামান বরিশালটাইমসকে বলেন, ছাত্রদল কর্মী সন্দেহে বরগুনা জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে।
Other