জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বরগুনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকেরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম জাকারিয়া কিরন, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটু, বিএনপি সমর্থক ফাহিম, মারুফ, আবুবকর, আমতলী পৌর ছাত্রদল সভাপতি ইসরাত জাহান শিকু, আমতলী উপজেলা ছাত্রদল সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন ও বেতাগীতে ইউনিয়ন যুবদল সভাপতি মো. নাসির উদ্দীন।
বরগুনা জেলা বিএনপি সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক এ ব্যাপারে বলেন, বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কাউকে আটক করা হয়নি। যাদের আটক করা হয়েছে তারা বিভিন্ন মামলার আসামি।
এদিকে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ। পরে বিকেল চারটার দিকে তাদের অফিস খুলে দেয়া হলে নেতাকর্মীরা চলে যান।