ঝালকাঠিতে কালাম সরদার (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামি আদালতে উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত কালাম সরদার বরিশাল নগরীর নথুল্লাবাদের জিয়া সড়ক এলকার মৃত এনছান সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর র্যাব ৮ এর একটি দল বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় এলাকায় অভিযান চালায়। ওই সময় সেখান থেকে ৫০৭ পিস ইয়াবাসহ কালাম সরদারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বরিশাল র্যাব ৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন।
নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১২ বছরের কারাদন্ড প্রদান করেন।’
শিরোনামOther