বরিশাল শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ ৪ তরুণীকে আটক করেছে মেট্রোপলিটন কোতয়ালি পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার মায়া কানন নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে একজন স্কুলছাত্রী। বাকি তিনজন স্থানীয় বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার তরুণীকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’
শিরোনামOther