বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সাথে জাটকা পাচারের কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
সাউথ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার বিএস শহিদুল ইসলাম বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতি শনিবার (১০ মার্চ) ভোরে অভিযান করে জাটকা উদ্ধার করা হয়। জাটকাগুলো সকালে বরিশালের রসুলপুর চরে অবস্থিত কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে এসে মৎস্য বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানিয়েছেন- উদ্ধার জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।’’
শিরোনামOther