বরিশাল শহরের রুপাতলী এলাকা থেকে ট্রাকভর্তি জাটকাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ট্রাকটি আটক করা হয়।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন- আটকের পরে ট্রাকটি মৎস্য বিভাগের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানিয়েছেন- আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে তুলে বিচারের আওতায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। পাশাপাশি মাছগুলো শহরের অসহায় মানুষ ও এতিমখানায় বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’’
Other