আগামী ০৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালে আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যার অংশ হিসেবে এই বাহিনীর বেশ কয়েকটি টিম মঙ্গলবার (০৬ ফেব্র“য়ারি) বরিশাল শহরের প্রবেশদ্বারগুলোতে টহল দিয়েছে।
সেই সন্দেহভাজন ব্যক্তি বিশেষ ও যানবাহনগুলো তল্লাশিও চালিয়েছে। বিশেষ করে শহরে প্রবেশ পথ দপদপিয়া এলাকার জিরো পয়েন্ট ও কালিজিরা বিজ্র এলাকায় তাদের জোরালো অবস্থান দেখা গেছে।
বরিশাল র্যাব সদর দপ্তর সূত্র জানিয়েছে- প্রধানমন্ত্রীর আগমন ও বরিশালবাসীর নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বিশেষকে তল্লাশিও করা হচ্ছে। শহরে প্রবেশদ্বারগুলোতে বসানো হয়েছে চেকপোষ্ট। পাশাপাশি র্যাবের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও অপরাধীদের তথ্য সংগ্রহ এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সঙ্গত কারণে বলা চলে- পুরো বরিশাল শহরজুড়ে র্যাবের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।’
শিরোনামOther