বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা হবে জনসমুদ্র। দীর্ঘ ৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ ফেব্রুয়ারি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বরিশালে আর নাও আসতে পারেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি এই জনসভায় দলীয় কর্মীদের দিক নির্দেশনা দিবেন। তাই উজিরপুর উপজেলা আ’লীগসহ বরিশাল বিভাগের সকল নেতাকর্মীদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর ওই জনসভা পরিণত হবে এক জনসমুদ্রে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার আগমনে শুধু দলীয় কর্মী নন, সাধারণ জনগণের ভাগ্যও পরিবর্তন হবে। তিনি জনসভায় বেশ কিছু দাবি মেনে নেবেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা আ’লীগের ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এসব কথা বলেন।
বরিশালে প্রধানমন্ত্রীর শুভাগমন উপলক্ষে উজিরপুরে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস।
এর আগে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আ.মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর অসীম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন প্রমুখ। তবে উপজেলার নয়টি ইউনিয়নের অধিকাংশ জনপ্রতিনিধি থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করায় বর্ধিত সভাটি বিশাল সভায় পরিণত হয়।”
শিরোনামOther