আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় ‘নৌকার মঞ্চে’ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে দলের অন্য নেতারা বক্তব্য রাখবেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বরিশালটাইমসকে জানান, প্রধানমন্ত্রী যে মঞ্চে ভাষণ দিবেন সেটি নৌকা আকৃতিতে নির্মাণ করা হয়েছে।
১০০ ফুট দৈর্ঘ্যর নৌকার উপরে মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চ সজ্জায় আনা হয়েছে নান্দনিকতা। এই মঞ্চে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখবেন।’
শিরোনামOther