বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রকে পিটিতে আহত করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। আহত মাদ্রাসাছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারহাজার বরিয়ালী গ্রামে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে- শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বারহাজার বরিয়ালী গ্রামের স্বপন সন্যামতের ছেলে ও বরিয়ালী বারহাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র জিহাদুল ইসলামকে (১৩) একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আসলাম সন্যামতের ছেলে রনি সন্যামত, এসকেন্দার সন্যামতের ছেলে পলাশ সন্যামত ও ফারুক সন্যামতের ছেলে সোহাগ সন্যামত জোরপূর্বক ১০০পিস ইয়াবা দেয়।
তখন জিহাদুল ইয়াবা নিতে অস্বীকার করায় তাকে ওই তিন ইয়াবা ব্যবসায়ী লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা জিহাদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জার মোল্লা বলেন- বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে কেউ আসলে অভিযোগটি নেওয়া হবে।’
শিরোনামOther