৬ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৭:২৮ ; শুক্রবার ; মার্চ ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে সাংবাদকর্মীকে ডিবির মারধরের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

বরিশালটাইমস রিপোর্ট
৫:১৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

বরিশালে ডিবিসির ক্যামেরা পারসন সুমন হাসানের ওপর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন এবং ফটো সাংবাদিক ঐক্য পরিষদ যৌথভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমাউন কবিরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অভিযুক্ত ডিবি পুলিশদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, সাংবাদিক নুরুল আলম ফরিদ, ৭১ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিধান সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি পালনকালে ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার ফটো সাংবাদিকরা রাস্তায় তাদের ক্যামেরা রেখে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুমনকে নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একইসঙ্গে ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবিসির ক্যামেরাপারসন সুমনকে নগরীর বিউটি রোড থেকে পেটাতে পেটাতে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গাড়িতে বসেও আরও নির্যাতনসহ তার অন্ডকোষ চেপে ধরা হয়। এ ঘটনায় বরিশালের সাংবাদিকরা প্রতিবাদ মুখর হলে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দলে থাকা গোয়েন্দা পুলিশের ৮ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। বুধবার এ ঘটনায় অভিযুক্ত ডিবির কনস্টেবল মাসুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আসক  বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল  বরিশালে সেবক ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ  মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ৮  আগৈলঝাড়া যুবলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাত এবং সহিদ তালুকদার সম্পাদক  পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ  বরিশালসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  বাউফলে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  বরিশালে লঞ্চের কেবিন থেকে অর্ধ মণ গাঁজা উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ৪  গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম