৩৪ seconds আগের আপডেট রাত ৮:৯ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

সাংবাদিক নির্যাতনকারী ডিবি পুলিশের শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল

বরিশালটাইমস রিপোর্ট
১:৩১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশের শাস্তির দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল করেছে সাংবাদিকরা। শুক্রবার (১৬ মার্চ) বেলা ১১ টায় শহরের সদর রোডে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের বরিশাল ব্যুরো মুরাদ আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো আকতার ফারুক শাহীন, দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক বেলায়েত বাবলু ও বরিশাল নিউজ এডিটর কাউন্সিল’র সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।

আন্দোলনকারী সাংবাদিকরা বলেন- আমাদের পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপরন্ত তাদেরকে নামকাওয়াস্তে ক্লোজড করে বিশ্রামে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা কোন শাস্তি হতে পারে না।

তাছাড়া সাংবাদিককে হাতকড়া পরিয়ে মারধরের প্রমাণ পাওয়ার পরেও বিষয়টি নিয়ে কালক্ষেপন করা হচ্ছে। যেই বিষয়টি বরিশালের পেশাদার সাংবাদিকরা সহজভাবে মেনে নিতে পারেনি। তাই সাংবাদিকরা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছে। আমাদের এই আন্দোলন পুলিশের বিরুদ্ধে নয়, তাছাড়া পুলিশের সাথে আমাদের কোন বিরোধ নেই। আমরা চাই সাংবাদিক নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

বক্তারা হুঁশিয়ারি উচ্চরণ করে আরও বলেন- অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া না হলে বরিশালের সাংবাদিকরা আন্দোলন অব্যাহত রাখবে। এবং আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে।’

এই কর্মসূচিতে একত্মতা প্রকাশ করে অংশ নেন- বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি এটিএন বাংলা চ্যানেলের স্টাফ রিপোর্টার মো. হুমাউন কবির ও সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের বরিশাল অফিস প্রধান রাহাত খান, নিউজ এডিটর কাউন্সিল’র সহ-সভাপতি আল আমিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, কোষাধ্যক্ষ রিপন হাওলাদার, হুমায়ন কবির রোকন ও আরিফ হোসেনসহ আরও অনেক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে!  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর  সংশোধন হচ্ছে আইন: মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে