বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীর ধর্ষক আজাদ খানকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। রোববার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক হোসাইন আসামির বিরুদ্ধে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (ওসি) মো. মাসুদুজ্জামান ওই আদালতে গত ১৬ ফেব্র“য়ারি আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
মো. আজাদ খান বাকেরগঞ্জ উপজেলার মধ্য চারাদী এলাকার মো. মোশারেফ হোসেন ওরফে পাননু খানের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের মধ্য চরাদী এলাকার মো. দুলাল খানের মেয়ে সোনিয়া আক্তার (১৩) উপজেলার হালতা এলাকার শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। আসামি মো. আজাদ খান একই বাড়ির লোক হওয়ায় ছাত্রী সোনিয়া আক্তারকে বিভিন্ন সয় কু-প্রস্তাব দিত। এতে সে রাজি না হলে ২০১৭ সালের ২৭ ডিসেম্বর বেলা ১১ টার সময় ছাত্রী সোনিয়া আক্তারকে আসামি আজাদ খান তার বাসায় ডেকে নেয়।
পরে তিনি তাকে ধর্ষণ করে। এসময় সোনিয়া আক্তার লোকলজ্জার ভয়ে মুখ দেখাতে পারবে না বলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে ভিকটিম ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় ২০১৭ সালের ২ জানুয়ারি নিহত ছাত্রীর মা শিউলি বেগম বাদী হয়ে আসামি মো. আজাদ খানসহ ৫ জনকে অভিযুক্ত করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।’’
Other