২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিলেন আওয়ামী লীগ নেতা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:১২ অপরাহ্ণ, ০৮ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নির্বাচনে সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলেছেন মো. মানিক নামের এক আওয়ামী লীগ নেতা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে পোস্ট করেছেন। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। বুধবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর বন্দর খড়িবাড়ি স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই আওয়ামী লীগ নেতা।

মানিক খগাখড়িবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ ডিমলা উপজেলা শাখার সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মানিক মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ব্যালট নিয়ে ভোটকেন্দ্রে যান। সেখানে ব্যালটে সিল মেরে সেখানেই সিল মারা ব্যালটের ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মানিক হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভোট ও ফেসবুক আইডি আমার ব্যক্তিগত। আমার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেসবুকে দিছি। এতে তো অন্যায়ের কিছু দেখছি না।’
ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তোলা বেআইনি।

কোনো ভোটার যাতে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না পারেন, সেজন্য সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরও ওই ব্যক্তি কিভাবে ফোন ব্যবহার করেছেন তা জানা নেই।

98 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন