আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এমনকি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ২৯.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ (রোববার) ঢাকায় সূর্যোদয় হয় ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।
Other