বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতির দ্বন্দ্বের জেরে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে ঝালকাঠিসহ বিভিন্ন রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। এর ফলে সকাল থেকে ঝালকাঠির সড়ক ব্যবহার করে খুলনা, পিরোজপুর ও বরগুনার সঙ্গে সরাসরি বরিশাল থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে।
ঝালকাঠি বাস মালিক সমিতির সহ-সভাপতি মাহাবুবুল আলম বরিশালটাইমসকে জানিয়েছেন, আগামী মাসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। এ উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার ও ঝালকাঠি জেলা প্রশাসকের অনুরোধে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
১০ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঝালকাঠি ও বরিশাল বাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসনে বৈঠকের দিন ধার্য করা হয়েছে।
এদিন উভয়পক্ষের কথা শুনে বিভাগীয় কমিশনার সিদ্ধান্ত দেবেন। যদি ন্যায্য হিস্যার দাবি পূরণ না হয়, তাহলে পুনরায় এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা।
ন্যায্য হিস্যার দাবিতে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি গত ১৮ ডিসেম্বর থেকে ঝালকাঠির সড়ক ব্যবহার করে বরিশাল বাস মালিক সমিতির ২২টি গাড়ি দক্ষিণাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
ফলে টানা ৩৬দিন দুর্ভোগের মধ্য দিয়ে এসব রুটে ভেঙে ভেঙে যাতায়াত করেছেন যাত্রীরা।’
শিরোনামOther