বরিশালের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা“বরিশাল টাইমস ২৪ ডটকম” এ সংবাদ প্রকাশের পর বরিশালের উজিরপুরের ধামসর গ্রামে অবৈধভাবে আয়োজিত মাসব্যপী মেলাটি ভেঙ্গে দিয়েছে উজিরপুর মডেল থানা পুলিশ।
একই সাথে মেলা আয়োজক কমিটির সদস্য পান্নু হাওলাদারসহ মেলার বেশ কয়েকজন ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করেছে বলে এলাকাবাসী নিশ্চিত করে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের জনপ্রিয় এ অনলাইন পত্রিকাটিতে ও পরেরদিন বরিশালের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় উজিরপুরে অবৈধভাবে আয়োজিত মেলা সম্পর্কে সংবাদ প্রকাশিত হয়।
যার ফলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর ভ‚মিকায় সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট থানা পুলিশ মেলাটি পন্ড করে দেয়। মেলাটি ভেঙে দেওয়ায় এলাকাবাসী স্থানীয় সংবাদকর্মী ও থানা পুলিশ কর্মকর্তাদের সাদুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. গোলাম সরোয়ার জানিয়েছেন, উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা ওই এলাকায় দোকানপাট তুলে প্রশাসনের কোন প্রকার অনুমতি বিহীন মাসব্যপী মেলাটির আয়োজন করে।
চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার কথা বিবেচনা করে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ পাঠিয়ে অবৈধ ওই মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, এরপরও যদি কেউ ওই মেলাটি পুন:রায় চালু করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ দিন পূর্বে উপজেলার ধামসর গ্রামের প্রভাবশালী মোজাম্মেল হক ও হালিম হাওলাদারসহ কয়েকজন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কোন প্রকার অনুমতি ছাড়াই ওই মেলার আয়োজন করে। অভিযোগ উঠেছিল মেলাটির পাশেই মাদক ও জুয়ার আসর বসে।
তবে প্রশাসনের হস্তক্ষেপে সোমবার থানা পুলিশ মেলাটি পন্ড করে দেয়।
শিরোনামOther