বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভাটিখানা এলাকার তিন মাদক ব্যবসায়ি আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দোলোয়ার হোসেনের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উজিরপুর উপজেলার ধামুরা গ্রাওেমর মো. কাঞ্চন মোল্লার ছেলে মো. রাইসুল ইসলাম ওরফে রানা মোল্লা (২৫), বরিশাল শহরের বেলতলা মাহমুদিয়া মাদ্রাসার পেছনের মো. শামসুল হক মোল্লা ছেলে মো. জুনায়েদ আল মামুন (২৬) এবং ভাটিখানা ঢাকাইয়া বাড়ির মৃত নয়ন খাঁনের ছেলে মো. ইব্রাহীম খাঁন জিতু (১৮)।
অভিযান পরিচালনাকারী বরিশাল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন গতকাল রাতে শহরের ০৭ নম্বর ওয়ার্ডের সেকশন রোডস্থ ভাটিখানা জামেয়া ইসালামিয়া ফাতেয়া-তুজ জোহরা (রা:) মহিলা কাওমিয়া মাদ্রাসা এতিমখানার সামনে থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের শরীরে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এই ঘটনায় সংশ্লিষ্ট কাউনিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।’
শিরোনামOther