৪ িনিট আগের আপডেট সকাল ১১:৪৪ ; মঙ্গলবার ; জুন ৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

বরিশালটাইমস রিপোর্ট
৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে ঘন কুয়াশার করণে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মদারীপুর সদর উপজেলার মস্তফাপুর পাওয়ার হাউসের সামনে বরিশাল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।

এদিকে দুপুর ১২টার দিকে রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে খাদে পড়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- বরিশাল থেকে শিবচরের কাঁঠালবাড়িগামী বিএমএফ পরিবহনের (ঢাকা মেট্রো-১১-০১৪৭) একটি যাত্রীবাহী বাসের সাথে মস্তফাপুর পাওয়ার হাউসের সামনে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে শনিবার বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে খাদে পড়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর থেকে টেকেরহাটগামী নিশান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে আকস্মিক সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়।

গুরুতর আহত দবীর কাজী, সৈয়দ আলী, পরিমল সরদার, সোহরাব আলী, চেহারন বিবি, বিশাল, চিত্ত গুপ্ত, ঈশিতা, কাউয়ূম, রুবেল,জামিলা বেগম, কহিনুর বেগম ও জগন্নাত বালাকে রাজৈর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  পিরোজপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, গ্রেপ্তার ৪  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২