বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চত্ত্বরে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এ সময় বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন পাসপোর্ট ও ভিসা অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন। গত শনিবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।’
Other