বরিশাল বিআরটিসি ডিপোর পাশে অগ্নিকান্ড সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে সেখানে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাওয়ার কথা জানিয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- বিআরটিসি ডিপোর পাশে আকস্মিক আগুন জ্বলতে দেখা যায়। এই বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- খবর পেয়ে সেখানের উদ্দেশে তিনি রওনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।’
শিরোনামOther