বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন- ভোলায় ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার প্লান্ট রয়েছে। ভারতীয় একটি কোম্পানি আরও ২২৫ মেগাওয়াট, আশুগঞ্জ থেকে ১০০ মেগাওয়াট ও ৪০০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে করে ভোলা বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে আর বিদ্যুৎ বিভ্রাট থাকবে না। সেই সাথে লোডশেডিংও কমে আসবে অনেকাংশে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন- ভোলায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন গ্যাস পাওয়া গেছে। আরো তিনটি কূপ খনন হলে দুই ট্রিলিয়ন গ্যাস পাওয়া যাবে। ফলে গ্যাসভিত্তিক শিল্প ও কল কারখানা গড়ে উঠলে ভোলা হবে দেশের মধ্যে উন্নত একটি জেলা।
তিনি বলেন- ভোলার উৎপাদিত পণ্য ঢাকাসহ বিভিন্নস্থানে পাঠানোর জন্য ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিজটি হলে পদ্মাসেতু দিয়ে মাত্র ৫ ঘণ্টায় ভোলা-ঢাকা যাওয়া যাবে।
তিনি আরও বলেন- ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানকার গ্রামীণ অর্থনীতি চমৎকার। এখানে শিল্পায়নের জন্য অনেক বড় বড় উদ্যেক্তারা জমি কিনতে চেষ্টা করছেন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক সচিব এম মোকাম্মেল হক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হামিদুল হক বাহালুল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।’
Other