বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলার ছাত্রদের সংগঠন ভোলা জেলা ছাত্র-ছাত্রীকল্যাণ পরিষদের উদ্যোগে নবাগত ৩৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি আলীম সালেহী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান মিজানের সঞ্চালনায় মঙ্গলবার বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটোরিয়া ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ফজলুল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা ও সদর দপ্তর) মো. ছালেহ্ উদ্দিন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) রুনা লায়লা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ শোয়াইব মিয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান আইমুন ও আশিকুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ্ মো: ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন (মামুন)।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, ভোলা জেলার ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের বিষয়গুলোকে মাথায় রেখে নিজেদেরকে যোগ্য ও মেধাবী হিসেবে উপস্থাপনের মাধ্যমে আগামী দিনের আধুনিক ভোলার নেতৃত্ব তোমাদেরকেই প্রদান করতে হবে।
এজন্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে তোমাদেরকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাতে করে তোমরা দেশের সম্মানজনক পদে অধিষ্ঠিত হয়ে ভোলা জেলার মুখ উজ্জ্বল করতে পারো।”
Other