ঐতিহ্যবাহী বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সংগঠন কার্যালয়ে শুভেচ্ছা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
সকালে কর্মরত নবীণ-প্রবীণ সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয় বিআরইউ কার্যালয়।
বিআরইউ সহ-সভাপতি বিধান সরকারের সভাপতিত্বে ও কার্যকরী নির্বাহী কমিটির সদস্য সুশান্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন- বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, মো. আলী জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান ও যুগ্ম সম্পাদক মাসুক কামাল প্রমুখ।
এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি ’র সাবেক কোষাধ্যক্ষ মিথুন সাহা, দপ্তর ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক মো. অলিউল ইসলামসহ গণমাধ্যমের প্রতিনিধি।
অনুষ্ঠানে বক্তারা দল-মত নির্বিশেষে শতভাগ পেশাদারিত্বের মনোভাব এবং সকলের সহযোগিতায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সাংবাদিক নেতারা।’
Other