বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্লাশ চলাকালে ডাস্টার ছুড়ে মো. নাহিয়ান ইসলাম নিলয় (১৪) নামে এক শিক্ষার্থীকে রক্তাক্ত করেছেন শিক্ষক। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলা দ্বিতীয়পত্র ক্লাশে এই ঘটনা জন্ম দেন শিক্ষক অরুন কান্তি।
রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত মো. নাহিয়ান ইসলাম নিলয় বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেনের পুত্র। সে সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্র জানিয়েছে- শিক্ষক অরুন কান্তি বাংলা দ্বিতীয়পত্র ক্লাশ নিতে গেলে শিক্ষার্থীরা হৈচৈ শুরু করে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ক্লাসের হৈচৈ বন্ধ করতে নাহিয়ানকে উদ্দেশ করে ডাস্টার ছুড়ে মারেন।
সেই ডাস্টারের আঘাতে নাহিয়ানের চোঁখের ওপরে কপালের নিম্নাংশ আঘাতপ্রাপ্ত হয়। এতে অঝরে রক্ত পড়তে শুরু করে।
ওই সময় আহত নাহিয়ানকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত নাহিয়ান ইসলাম নিলয় বলেন, শিক্ষকের ছুড়ে মারা ডাস্টারে সে আহত হয়। কিন্তু কি কারণে তার ওপর ডাস্টার ছুড়ে মারলেন শিক্ষক অরুন কান্তি তা জানে না নিলয়।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নাহিয়ানের কপালের নিচে রক্তাক্ত স্থানে দু’টি সেলাই দেয়া হয়েছে। তার মাথায় প্রচন্ড আঘাত লাঘার কারণে সিটি স্ক্যান দেয়া হয়েছে। পাশাপাশি তাকে (নাহিয়ান) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি জানতে সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা খান বরিশালটাইমসকে বলেন, যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা দু:খিত। কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যক্ষ ছুটিতে আছেন তিনি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।’
শিরোনামOther