পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাক্তারের ভুল চিকিৎসায় মোতালেব রাঢ়ী (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে বগার বামনীকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মোতালেব রারী স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করেন, তার স্বামীর বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হলে তিনি বগা বন্দরে এসে আকন মেডিকেল হল থেকে সাইদুর রহমান নামের এক ডাক্তারকে ১ হাজার টাকা ফি দিয়ে বাড়ি নিয়ে যান। ওই ডাক্তার তার স্বামীকে দেখার পর দুইটি ১শ’ মিলি গ্রাম কটসন ইনশেকশন শরীরের পুশ করেন।
একটি ইনজেকশন দেয়ার পর অপর ইনজেকশনটি দেয়ার সময় তিনি বাধা দিলেও চিকিৎসক তা উপেক্ষা করেন। দ্বিতীয় ইনেজেকশনটি দেয়ার দুই মিনিটের মধ্যে তার স্বামী মারা যান।
স্থানীয়রা জানান, সাইদুর রহমান একজন প্যারা মেডিকেল (ডিএমএফ) ডাক্তার পরিচয়ে ওই ফার্মেসীতে বসেন। তার বাবার নাম আবদুর রহিম মুন্সী, মদনপুর ইউপির দ্বিপাশা গ্রামে তার বাড়ি।
ঘটনাটি বগা তদন্ত কেন্দ্রে ইনচার্জ মুরাদকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপার বাউফল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এএসএম সায়েম বলেন, হৃদরোগে আক্রান্তের কারণে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট হতে পারে। পরীক্ষা নিরীক্ষা না করে কটসন ইনেজেকশন দেয়া ঠিক হয়নি।
এ ইনজেকশন সাধারণত এ্যাজমা রোগীদের দেয়া হয়।’
শিরোনামOther