বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৬
ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে গরু রক্ষাকারী দলের মারধরে মোহাম্মদ আইয়ুব (২৯) নামের এক যুবক মারা গেছে।
শুক্রবার আহমেদাবাদের একটি হাসপাতালে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভারতের এনডিটিভির অনলাইনে প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আইয়ুব ও সমির শেখ নামের আরেক ব্যক্তি একটি গরু ও বাছুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাছুরটি মারা যায়। আহত অবস্থায় আইয়ুব ওই স্থান থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় গরু রক্ষাকারী একটি দল আইয়ুবকে মারধর করে। তবে টহলরত পুলিশ সমির শেখকে রক্ষা করতে পারে।
ওই ঘটনার পরে গরু রক্ষাকারী ওই দলের তিন ব্যক্তি অবৈধ পশু বহনের দায়ে আইয়ুব ও সমিরের নামে স্থানীয় একটি থানায় মামলা করে। ওই তিন ব্যক্তিও আইয়ুবকে মারধর করেছিল। তবুও পুলিশ জানিয়েছে, তারা যে ওই ঘটনার সময় ওই স্থানে উপস্থিত ছিল তার সঠিক তথ্য-প্রমাণ নেই।