রাজধানীর আদাবর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সুজন (২৫) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোররাতে বেড়িবাঁধের একতা গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সুজনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তার বাবার নাম পারভেজ মিয়া।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে বেড়িবাঁধের একতা গেইট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সুজন ও তার দল। ওই সময় সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালের সুজনের ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সুজন মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের চার নম্বর সড়কের একটি ভাড়া বাড়িতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।’
শিরোনামOther