পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহাঙ্গীর সিকদার (২৯), সুমন মোল্লা (২১) ও জসীম (২৫) নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার জাহাঙ্গীর সিকদার উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মৃত আবদুল হাই সিকদারের ছেলে, সুমন মোল্লা পাতাকাটা গ্রামের ইউসুফ আলী মোল্লার ছেলে ও জসীম একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
মঠবাড়িয়া পুলিশ জানায়- রোববার রাতে গ্রেপ্তার তিন মাদক কারবারি উপজেলার উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রি করছিল। গোপনে সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়িরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
Other