ভারতের মহারাষ্ট্রে গাড়ি খাদে পড়ে পাঁচ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির নানদিদ জেলার মুখিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন।
স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ যাত্রী নিয়ে গাড়িটি একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায়নি। তবে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়, আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
Other