২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

অসহায় তানিয়াকে সেলাই মেশিন দিলো নৌবাহিনী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১০ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০২০

বার্তা পরিবেশক লালমোহন (ভোলা) :: ভোলার লালমোহনে অসহায় মাদ্রাসা ছাত্রী তানিয়াকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন প্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট এলাকায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সেলাই মেশিনটি তুলে দেন ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মো. আসিফ ইমরানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

এ সময় লেফটেন্যান্ট মো. আসিফ ইমরান বলেন, খবর পেয়েছি শিক্ষার্থী তানিয়ার পরিবারটি খুব অসহায়। তার বাবা নেই। মা একজন দৃষ্টি প্রতিবন্ধী। এ জন্য ওই ছাত্রীকে সেলাই মেশিনটি দেয়া হয়েছে। আশা করছি, এতে কাজ করে কিছু টাকা আয় করতে পারবে সে। ফলে কিছুটা হলেও স্বচ্ছল হবে পরিবারটি।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন