২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এইডস রোধে পুরুষ এমপিদের খৎনার পরামর্শ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৫ অপরাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০১৯

মরণব্যাধি এইডস সংক্রমণ রোধে পুরুষ এমপিদের খৎনার পরামর্শ দিয়েছেন তানজানিয়ার একজন নারী এমপি। দেশের এইচআইভি বিস্তার কীভাবে রোধ করা যায় এমন সংসদ অধিবেশনে এ নিয়ে বির্তক চলাকালে জ্যাকলিন এঙ্গনিয়ানি নামে ওই নারী এমপি এ পরামর্শ দেন।

জ্যাকলিন বলেন, ‘যেসব পুরুষ এমপির খৎনা করানো নেই তাদের অবিলম্বে তা করিয়ে নেওয়া উচিত।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার এই পরামর্শে বিভক্ত হয়ে পড়েছেন তানজানিয়ার এমপিরা। কয়েকজন এমপি একে ব্যক্তি স্বাধীনতা বিরোধী ও অমার্জিত পরামর্শ বলে অভিহিত করেছেন।

তানজানিয়ায় এইচআইভি ভাইরাস সবচেয়ে ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিবেচিত। ফলে দেশটিতে প্রায় শতকরা ৭০ ভাগ পুরুষের খৎনা করা হয়।

২০১৬ সালের এক জরিপ অনুযায়ী, তানজানিয়ায় প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৫ শতাংশই এই জীবাণুতে আক্রান্ত। এটি বিশ্বের ১৩তম সংক্রমণের হার।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন